রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গণ-অর্থায়নের চলচ্চিত্র ‘সাঁতাও’ মুক্তি পাচ্ছে এ মাসেই

নিজস্ব প্রতিবেদক

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ আর সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্পের চলচ্চিত্র ‘সাঁতাও’ দেশব্যাপী মু্িক্ত পাচ্ছে ২৭ জানুয়ারি। শুক্রবার সন্ধ্যায় ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শরিফ-উল আনোয়ার সজ্জন। পরিচালনা করেছেন খন্দকার সুমন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, সাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, আফ্রিনা বুলবুল, কামরুজ্জামান রাব্বী, জুলফিকার চঞ্চল, নিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজার এলাকাবাসী। সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বী, লায়লা তাজনূর সাউদী, লিমা হক।

‘ওরা ৭ জন’ : অন্যদিকে একই সময় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হয় খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। ছবিটির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা খিজির হায়াত খান, অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণসহ  অনেকে।

সর্বশেষ খবর