বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

র‌্যাব পরিচয়ে ৭১ লাখ টাকা লুটে গ্রেফতার ৮

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় র‌্যাব পরিচয়ে সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৭১ লাখ টাকা ডাকাতির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- সুজন, আলামিন রেহান, ড্রাইভার কবির, মিল্টন, জাবেদ সিরাজুল, নয়ন বাবু, কামাল ও আ. রহমান সাজ্জাদ। গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গত ৩১ জানুয়ারি দুপুরে দোহারের সোনা ব্যবসায়ী নাহিদ ও খোকন সোনা বিক্রির জন্য ঢাকার তাঁতিবাজারে আসেন। সোনা বিক্রি শেষে নাহিদ ৪০ লাখ ও খোকন ৩১ লাখ টাকা নিয়ে বিকাল ৫টায় দোহারের উদ্দেশে ‘নবকলি’ বাসে ওঠেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার সময় তাদের বহনকারী ‘নবকলি’ বাসটি ঢাকা-নবাবগঞ্জ রোডের কেরানীগঞ্জ মডেল থানাধীন কোনাখোলা এলাকায় পৌঁছে। এ সময় একটি সাদা মাইক্রো চলন্ত নবকলি বাসটিকে জোরপূর্বক থামায়। তারপর মাইক্রো থেকে র‌্যাবের পোশাক পরা কয়েকজন অজ্ঞাতনামা ডাকাত নেমে বাসে ওঠে। তখন যাত্রীদের র‌্যাবের লোক পরিচয় দিয়ে দুই আসামিকে ধরতে এসেছে বলে জানায়। পরে ডাকাত দল বাসে থাকা সোনা ব্যবসায়ী নাহিদ ও খোকনকে টাকার ব্যাগসহ জোরপূর্বক নামিয়ে তাদের মাইক্রোতে তোলেন। এরপর ডাকাত দল তাদের চোখ-মুখ বেঁধে মারধর ও অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা ৭১ লাখ টাকা লুটে নেয়। পরে দুই সোনা ব্যবসায়ীকে শ্রীনগরের নিমতলা হাইওয়ের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় একদিন পর নাহিদ ও খোকন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।

সর্বশেষ খবর