বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সরকারিকরণের দাবিতে রাজধানীতে শিক্ষকদের মহাসমাবেশ ২০ মার্চ

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে আগামী ১৪ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের দুই ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এ দাবি আদায়ে আগামী ১৩ মার্চ জাতীয় প্রেস ক্লাব ও সব জেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি। আগামী ২০ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিটিএ নেতারা। এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের নেতৃত্বে গতকাল ১৩তম দিনের মতো অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষক-কর্মচারীরা। গত ২৪ ফেব্রুয়ারি থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বিটিএ। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বৈষম্য দূর করতে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা। একই সঙ্গে আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বা জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন তারা। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মো. বজলুর রহমান মিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর