বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ঘৃণামূলক অপরাধ বেড়েছে ৬৪ শতাংশই ঘটেছে বর্ণবিদ্বেষে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ঘৃণামূলক অপরাধ ২০২০ সালের চেয়ে ২০২১ সালে ১২ শতাংশ বেড়েছে। সোমবার এ তথ্য প্রকাশ করে এফবিআই। স্টেট, সিটি, কাউন্টি পর্যায়ের তথ্য সন্নিবেশ করার পর জানা গেছে যে, ২০২০ সালে ৮ হাজার ১২০টি হেইট ক্রাইমের ঘটনা ঘটে। ২০২১ সালে সে সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৫টি হয়েছে। বিচার বিভাগীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ৮ হাজার ৩২৭টি হেইট ক্রাইম পর্যালোচনা করে দেখা গেছে, এর মধ্যে ৫৫% ছিল নিগৃহীত করার, ১৮টি হত্যা, ১৯টি ধর্ষণের ঘটনা। ৪৩% ছিল ভয় দেখানো অর্থাৎ বাড়ি, দোকান, অফিস, গাড়িতে হামলা অথবা সম্পদের ক্ষতিসাধন করা। হেইট ক্রাইমের যে তথ্য এফবিআইকে দেওয়া হয়েছে তার ৬৪% ঘটেছে বর্ণ অথবা জাতিগত বিদ্বেষের কারণে। ধর্মীয় কারণে সংঘটিত হয়েছে ১৪%। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কৃষ্ণাঙ্গরা ২১%। বিচার বিভাগের সহযোগী অ্যাটর্নি জেনারেল ভ্যানিটা গুপ্ত এ প্রসঙ্গে বলেন, এদেশে হেইট ক্রাইমের স্থান নেই- যা কম্যুনিটির শান্তি বিনষ্ঠ করে। বিচার বিভাগ এ ধরনের অপরাধ প্রতিরোধ করতে সর্বশক্তি নিয়োজিত করেছে। আমেরিকার সিটিসমূহের হেইট ক্রাইমের ওপর মনিটরিং চালায় স্যান বার্নারডিনোতে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর স্টাডি অব হেইট অ্যান্ড এক্সট্রিমিজম। এই সংস্থার পরিচালক ব্রায়ান লেভিন বলেন, এফবিআইয়ের প্রকাশিত পরিসংখ্যানটি উদ্বেগজনক হলেও তাকে কেউই তেমন গুরুত্বের সঙ্গে দেখছে না। এফবিআইর পরিসংখ্যান বিশ্লেষণের পর ব্রায়ান লেভিন বলেন, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কৃষ্ণাঙ্গরা ২১%। জুইশ ১৬% এবং সমকামী ১২%। শ্বেতাঙ্গ, এশিয়ান এবং ল্যাটিনোদের হার ৮%। তবে এফবিআইর প্রকাশ করা এ তথ্যকেও নাগরিক অধিকার নিয়ে কর্মরতরা সঠিক বলে মনে করছেন না। কারণ, বিদ্বেষমূলক অনেক ঘটনাই পুলিশের নজরে আসে না।

পক্ষপাতমূলক সহিংসতার তথ্য পুলিশকে জানানোর পর আবারও আক্রান্ত হয়েছেন অনেকে- এমন উদাহরণও রয়েছে অসংখ্য।

 

সর্বশেষ খবর