শিরোনাম
রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা বিধ্বস্ত এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এ ছাড়া শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। বিকালে প্রায় ৩০ মিনিট ধরে উপজেলার চারটি ইউনিয়নের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

স্থানীয়রা জানান, বিকাল সোয়া ৫টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় মেঘনা নদী-তীরবর্তী হোসেন্দি ইউনিয়নের নতুনচর ও রঘুরচর এলাকার পাঁচ থেকে ছয়টি, গুয়াগাছিয়া এলাকায় তিন থেকে চারটি বাড়ির টিনের চাল উড়ে যায়। এ সময় গাছপালা পড়ে উপজেলার অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকার ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর