শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
১৭ এপ্রিল থেকে নিলাম

চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০ কোটি ২০ লাখ কেজি

আজহার মাহমুদ, চট্টগ্রাম

পর্যাপ্ত বৃষ্টিপাত, অনুকূল আবহাওয়া থাকার পরও ২০২২ সালে শ্রমিক সংকটের কারণে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে সবকিছু অনুকূলে থাকলে এ বছর ১০ কোটি কেজির বেশি চা উৎপাদন হবে বলে আশা করছে চা বোর্ড। সংশ্লিষ্ট সূত্র জানান, এ বছর মৌসুমের শুরুতে হালকা বৃষ্টির ছোঁয়ায় চা বাগানগুলোয় সুবাতাস বইছে। তবে বৃষ্টির পরিমাণ আরেকটু বেশি হলে বাগানের জন্য আরও ইতিবাচক হতো। চা বোর্ড সূত্র জানান, চলতি বছর দেশের ১৬৭ চা বাগানে ১০ কোটি ২০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ৩ লাখ ৬৪ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। ১৭ এপ্রিল ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম নিলাম হবে চট্টগ্রামে। এরপর শ্রীমঙ্গলে ২৬ এপ্রিল আরেকটি নিলাম হবে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেন, চা বোর্ডের নেওয়া নানা উদ্যোগ বাস্তবায়ন ও এ শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার কারণে চা উৎপাদনে নিয়মিত প্রবৃদ্ধি হচ্ছে। এ বছর আবহাওয়া, নিলাম কার্যক্রম ঠিক থাকলে ১০ কোটি ২০ লাখ কেজি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে না।

চা বোর্ডের তথ্য বলছে, ২০২০ সালে ৭ কোটি ৫৯ লাখ ৪০ হাজার কেজি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৮ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার কেজি, ২০২১ সালে ৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার কেজি লক্ষ্যমাত্রা ধরে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি এবং সর্বশেষ ২০২২ সালে ১০ কোটি কেজি লক্ষ্যমাত্রা ধরে ৯ কোটি ৩৮ লাখ ২৯ হাজার কেজি চা উৎপাদিত হয়। এ হিসাবে ২০২১ ও ২০২২ সালে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হলেও ২০২২ সালে উৎপাদন কমে যায়।

সর্বশেষ খবর