মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

সরকারি কর্মচারী হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালের নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনটির নির্মাণ কাজের সঙ্গে জড়িড ইএনডির সাইট ইঞ্জিনিয়ারকে জরিমানা করা হয়েছে। গতকাল করপোরেশনের এক নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ইএনডির সাইট ইঞ্জিনিয়ার আতাউরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করেন। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান রুমি ২০ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িয়া ও তোপখানা রোডে আরও ৪১টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় আরেকটি ভবনে মশার লার্ভা পাওয়ায় আরেকটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি গতকাল করপোরেশনের আওতাধীন খিলগাঁও কদমতলা, সবুজবাগ, বাসাবো, পাঁচ ভাই ঘাট লেন, ধোলাইখাল, পূর্বপাড়া, রাজামালী, ডেমরা, শেখদি ও দনিয়া এলাকায় আরও পাঁচটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া গতকাল সংস্থাটি ১০টি অঞ্চলে অভিযানে মোট ২৭৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে। এ সময় আটটি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ খবর