আজ ১৫ আগস্ট। জাতির জীবনের এক ভয়াবহ দিন। ইতিহাসের শোকাবহ কালো দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের ইতিহাসে এক ঘৃণ্য অধ্যায়ের সৃষ্টি হয় ৭৫-এর এই রাতেই। শোকাবহ সেই আগস্ট স্মরণে প্রখ্যাত কথাসাহিত্যিকের রচনায় মঞ্চে আসছে নাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’।
নাটকের দল এথিকের প্রযোজনায় আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটকটি। দেশের একজন অতি সাধারণ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতটা ভালোবাসতে পারে নাটকের গল্প সেটি তুলে ধরেছেন কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। রেজানুর রহমান নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সুকর্ন হাসান, মনি কানচন, মিন্টু সরদার, হাসান রিজভী, আজিম উদ্দীন, মনিরুল হক ঝলক, তারেক চৌধুরী রিমন, এস পি খান সুমন, রেজিনা রুনি, মাহফুজা আফনান অপ্সরা, রুবেল খান প্রমুখ। এদিকে গতকাল জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় এক্টোমেনিয়া প্রযোজিত নাটক ‘হ্যামলেট মেশিন’।
হেইনার মুলারের গল্প অবলম্বনে কবীর চৌধুরী অনূদিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন নওরীন সাজ্জাদ। অভিনয় করেছেন দলের নিয়মিত নাট্যকর্মীরা।