সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এ নির্বাচন কোথাও গ্রহণযোগ্য হবে না

---- ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

১২-দলীয় জোটের নেতারা দাবি করেছেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের হুমকি ও অর্থের লোভ দেখাচ্ছে। আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। ৭ জানুয়ারি ভোটার উপস্থিতি শূন্যের কোটায় থাকবে। এ নির্বাচন কোথাও গ্রহণযোগ্য হবে না। গতকাল গণসংযোগ ও পদযাত্রা কর্মসূচি শেষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে ১২-দলীয় জোটের নেতারা এসব কথা বলেন। জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস, ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর