সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই পক্ষ সংশ্লিষ্ট কমিশনের কাজের অগ্রগতির বিষয়ে পরস্পরকে অবহিত করে। সংবিধান সংস্কারবিষয়ক বিভিন্ন বিষয়, বিশেষত সংবিধানে নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়। দুই কমিশনের কাজ এবং সুপারিশসমূহের সমন্বয়ের বিষয়ে আলোকপাত করা হয়।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ এবং মো. মুসতাইন বিল্লাহ মতবিনিমিয় সভায় অংশগ্রহণ করেন।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আবদুল আলীম, ডা. জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, ড. মোহাম্মদ সাদেক ফেরদৌস এবং সাদিক আরমান মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।