১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন আত্মসাতের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমকে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলা স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসেন।
২০০৭ সালের ১৩ জুন যৌথবাহিনী ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার-সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের তিনটি টিনের ঘর থেকে ১০০ বান্ডিল ত্রাণের ঢেউটিন ভোলা নৌ-কন্টিনজেন্ট ও থানা পুলিশ যৌথভাবে উদ্ধার করে। ওইদিনই বোরহান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুজনকে আসামি করে বোরহান উদ্দিন থানায় মামলা করেন।
দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ মামলাটি তদন্ত শেষে ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে অধ্যক্ষ এস এম গজনবী, চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মো. হাফিজ ইব্রাহিম ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানকে নিয়ে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে ২০১৩ সালের ১ অক্টোবর হাই কোর্ট মামলাটির হাফিজ ইব্রাহিমের অংশ কেন বাতিল হবে না মর্মে রুলনিশি জারি ও কার্যক্রম স্থগিত করেন। সেই রুলের শুনানি শেষে ২০১৮ সালের ১১ নভেম্বর হাই কোর্ট সেই রুল খারিজ করে দেন। এর বিরুদ্ধে ২০১৯ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন হাফিজ ইব্রাহিম।