গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে কী পদ্ধতিতে দেওয়া হচ্ছে তা আপনারা খোলাসা করেননি। এভাবে কাজ করার এখতিয়ার আপনাদের নেই। আপনাদের উচিত রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০ বছর উপলক্ষে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার, নির্বাচন এ তিনটা একসঙ্গে চলতে হবে। এ তিনটার সঙ্গে কেউ বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু দীর্ঘায়িত করলে জনগণ মানবে না। যাদের শক্তি বেশি তাদের আপনারা ছাড় দেবেন, আবার আপনাদের অপছন্দ থাকলে তার সঙ্গে দীর্ঘ সূত্রিতা করবেন, এসব আচরণ আপনাদের বৈশিষ্ট্যের সঙ্গে যায় না।
ভারতের উদ্দেশে গণতন্ত্র মঞ্চের এ নেতা বলেন, ভারতকে আগেও বলেছি এ দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন সমতার ভিত্তিতে। কারও অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না। সেটাকে দাসত্ব বলে। যে আমাদের অধিকার হরণ করছে, প্রতি মুহূর্তে ঠকাচ্ছে তাদের যদি আমরা বন্ধু ভাবি তাহলে আমরা শুধু শারীরিকভাবেই দাস নই, মানসিকভাবেও দাস।
সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।