নতুন অর্থবছরের শুরুতে শেয়ারবাজারে তেজিভাব দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মূল্যসূচকের সঙ্গে লেনদেনের গতি বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫ কার্যদিবস পর ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সব কটি মূল্যসূচক বেড়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১৫৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৮১টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৩টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১০৩টির দাম কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট বেড়ে ৪৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে ৫০৬ কোটি ১৮ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৯ কোটি ৫২ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২৬ কোটি ৬৬ লাখ টাকা। আর সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৯৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৫ প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৯টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা।