ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরের ট্রানজিট টার্মিনালের কাচ ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মোহাম্মদ আশরাফুল নারায়ণগঞ্জের বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার দুপুরের পর ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন বাংলাদেশি মোহাম্মদ আশরাফুল। তার একটি ট্রানজিট ফ্লাইটে ঢাকায় আসার কথা ছিল। তার কাছে ভারতীয় ভিসা ছিল না, তাই আন্তর্জাতিক ট্রানজিট জোনের মধ্যেই থাকার নির্দেশনা ছিল। যার পরিপ্রেক্ষিতে কলকাতায় পৌঁছে তিনি বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। হঠাৎ করে তিনি টার্মিনালের কাচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। এই ঘটনায় আশরাফুল আঘাত পান এবং তাকে বিমানবন্দরের মধ্যেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কেন তিনি কলকাতায় ঢোকার চেষ্টা করছিলেন জানতে চাইলে তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ তৈরি হয়। প্রসঙ্গত, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল বিশেষভাবে ডিজাইন করা, যেখানে বিশেষ কাচের ব্যারিকেড থাকে, যা আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদের যথাযথ অনুমতি ছাড়া ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে বাধা দেয়।