অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট নিরসনের দাবিতে এক মাস ধরে আন্দোলন চলছে। কিন্তু প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থী সুজয় শুভ বলেন, বিভিন্নভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা ন্যূনতম যোগাযোগও করেননি। পর্যাপ্ত অবকাঠামোর অভাবে আমাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবু বকর সিদ্দিক বলেন, আমরা চাই শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সরাসরি হস্তক্ষেপে অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ও পরিবহন নিশ্চিত করা। কিন্তু সব জায়গায় শিক্ষার প্রতি অবহেলা স্পষ্ট হয়ে উঠছে।