দেশে ব্যাঙের ছাতার মতো বেসরকারি মেডিকেল কলেজ গড়ে উঠছে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও বেশি চিকিৎসকের যে প্রয়োজন সন্দেহ নেই। এ প্রয়োজন মেটাতে বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু হাতেগোনা কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ ছাড়া অন্যগুলোর কোনো মান নেই। শিক্ষার্থীদের চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়ার বদলে সনদপত্র বিক্রি করে টাকা অর্জনই তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পেলেও অনেক বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতাল নেই। নেই শিক্ষার্থীদের প্রাকটিক্যাল ক্লাসের জন্য পর্যাপ্ত উপকরণ। ভাড়া নেওয়া ভবনে স্থাপিত এসব মেডিকেল কলেজ চালানো হয় ভাড়া করা শিক্ষকদের নিয়ে। প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় অবিশ্বাস্য হারে টিউশন ফি। বেসরকারি মেডিকেল কলেজগুলোর এই হালহকিকতে সরকারও পড়েছে বিব্রত অবস্থায়। বেসরকারি মেডিকেল কলেজগুলো ঠিকমতো চলছে কি না তা পর্যালোচনায় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নিয়মবহিভর্ূত কর্মকাণ্ডের দায়ে ১২টি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর ব্যাপারে সরকার যে কুম্ভকর্ণের ঘুমে মগ্ন নেই এটি নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হলো কেন? রাজনৈতিকভাবে কাউকে পাইয়ে দেওয়ার নামে যেভাবে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে তা জাতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। চিকিৎসক সনদপ্রাপ্ত একদল অজ্ঞ বা হাতুড়ে চিকিৎসকই সৃষ্টি করছে তথাকথিত বেসরকারি মেডিকেল কলেজগুলো। আমরা মনে করি মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো শুধু বন্ধ করে দেওয়া নয়, যারা তাদের অনুমোদন দিয়েছেন তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত।
শিরোনাম
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক