ওয়াশিংটনে গতকাল রবিববার নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ এই আলোচনা সভা ও কর্মসূচির আয়োজন করে।
ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আযাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদল, গণসংযোগ বিষয়ক সম্পাদক কাজী কয়েস, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ আতিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ উপদেষ্টা ড. খন্দকার মনসুর, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও বর্তমান এক নম্বর সদস্য আলাউদ্দীন আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সভাপতি আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের প্রাক্তন প্রসিকিউটর এডভোকেট আমর ইসলাম, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ আহ্বায়ক দেওয়ান আরশাদ আলী বিজয়, বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ওসমান খান মুন্সি, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ সভাপতি শামসুজ্জোহা তালুকদার ডন, জাহিদ হোসেন, আবুল হাশেম শীকদার, আনোয়ার হোসাইন, আবুল কালাম আজাদ, বখতিয়ার অঅলি প্রামাণিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসাইন, রিফাত আলি, প্রমুখ।
সভা পরিচালনা করেন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মজুমদার তাপস, ও ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল আলম।
সভার শুরুতেই পবিত্র কোরআন মজিদ তেলওয়াত করেন ওসমান খান মুন্সী। এরপরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত এবং ৭৫ এর হত্যাকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। বক্তারা বলেন, এটাই হোক এবারের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অঙ্গীকার।
অনুষ্ঠানে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রবাসের ছোটছোট শিশুরা অংশগ্রহণ করে। পরে সবার মাঝে পুরস্কার বিতরণ করেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আযাদ।
আলোচনা সভা শেষে জাদু দেখান প্রবাসের বিশিষ্ট জাদুকর মানু মণ্ডল এবং দেশের গান পরিবেশন করেন বাংলাদেশ রেডিও ও টেলিভিশনের প্রাক্তন শিল্পী কালাচাঁদ সরকার।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৬/ রশিদা