১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখা স্টকহোমে একটি আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন খেতু মিয়া। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু। সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিস হাসান তপন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার এম জামান ও ড. ফরহাদ আলী খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুল হক, খলিলুর রহমান, মাসুদ খান ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী।
লন্ডন থেকে মোবাইলের মাধ্যমে সভায় বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন মিরন। তিনি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুইডেন শাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং তাদের কিছু সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে যারা সুইডেনে ষড়যন্ত্র করছে তাদের সাবধান করে দিয়ে বলেন, এখনি এসব বন্ধ না করলে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিল বলেই সোনার বাংলা হায়েনামুক্ত হয়। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ও পরবর্তীকালে জাতির পিতার অসামান্য অবদান, ত্যাগ ও সংগ্রামের উপর তিনি তার বক্তব্যে আলোকপাত করেন।
আওয়ামী লীগ সুইডেন শাখার সহ-সভাপতি আক্তার এম জামান তার বক্তব্যে আওয়ামী পরিবারের সকল অঙ্গ সংগঠন ও ছাত্রলীগকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অনুরুধ জানান। তিনি বলেন জননেত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই উন্নয়নের জোয়ারে নেত্রীর পাশে থাকুন।
প্রধান বক্তা ড. ফরহাদ আলী খান তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অতুলনীয় ভূমিকার প্রশংসা করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ছিল বলেই আজ বাংলাদেশ পৃথিবীর বুকে স্বীয় মানচিত্র নিয়ে মাথা উঁচু করে দাড়িয়ে আছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবার জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতা ও কর্মীদের আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ