বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে রবিবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাহরাইনস্থ বঙ্গবন্ধু পরিষদ। দিবসটি উপলক্ষে উক্ত অনুষ্ঠান স্থানীয় মহররকে একটি হোটেলে অায়োজন করা হয়।
একই দিনে বঙ্গবন্ধু পরিষদের মহররকে আরেকটি নতুন শাখার অভিষেক ও পরিচিতি সভা হয়। আয়োজক সংগঠনের মহররক শাখার সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু।বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির হোসেন আমির ও মহররক শাখার সাধারন সম্পাদক লিটন সরকারের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল, বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দিন বাবর,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা কামাল, বক্তব্য রাখেন শ্রমিক লীগের সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী আইয়ূবুর রহমান আকাশ, যুবলীগ সভাপতি মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন কাশেম, এ সময় বাংলাদেশ থেকে টেলিকনপারেন্সে যোগ দেন বাংলাদেশ কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ,শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পরিষদের বাহরাইনের সকল শাখার নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা