ভিজিট (জিয়ারা) ভিসায় সৌদি আরবে আসা নাগরিকরা নির্ধারিত সময়ে (ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই) দেশ ত্যাগ না করলে ছয় মাসের জেল এবং ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। গতকাল শুক্রবার সৌদি পাসপোর্ট অধিদপ্তরের বরাত দিয়ে স্থানীয় প্রভাবশালী একটি দৈনিক এ খবর জানিয়েছে।
খবরে আরও বলা হয়, যারা নিকটজনদের ভিজিট ভিসায় আনছেন বা এনেছেন তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হবার আগেই দেশে ফেরৎ পাঠাতে হবে। যদি ফেরৎ পাঠাতে কেউ ব্যর্থ হন তাহলে তার ৫০,০০০ (পঞ্চাশ হাজার) রিয়াল পর্যন্ত জরিমানা ও ছয় মাসের জেল হতে পারে এবং দর্শনার্থীসহ উভয় পক্ষের জেলও হতে পারে।
সৌদি আরব এ দেশে যে কোন অতিথি বা দর্শনার্থীকে স্বাগত জানায় এবং আগতদের অবশ্যই সৌদি আরবের আইন কানুন মেনে চলার অনুরোধ জানানো হয়।
এদিকে, শ্রম আইন অনুযায়ী গত কয়েকদিন ধরে আইডি কার্ড (ইকামা) উল্যেখিত পেশার বাহিরে কর্মরত শ্রমিকদের উপর জোরদার চেক চলছে। যেখানেই পেশার বাহিরে কর্মরত অবস্থায় কাউকে পাওয়া যাচ্ছে তাকেই আটক করে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় ২৫ হাজার ভিবিন্ন দেশী শ্রমিক আটক করা হয়েছে যার মধ্যে অনেক বাংলাদেশি শ্রমিকও রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস থেকে মাত্র ২৫ রিয়াল (৫১০ টাকা) এর বিনিময়ে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের পরিবারের জন্য ভিজিট ভিসা ইস্যু করছে সৌদি সরকার। ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশিরা তাদের পরিবারকে সৌদি আরবে নিয়ে গেছেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা