কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তহবিল গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে তহবিলে এক কোটি টাকা জমা পড়েছে।
বৃহস্পতিবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটির সভাপতি শহীদ ইসলাম পাপুল ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিলে উপস্থিত কিছু ব্যবসায়ী কমিউনিটির কার্যক্রম ত্বরাণ্বিত করার লক্ষ্যে আরও ৫০ লক্ষ টাকার অনুদান দেয়ার ঘোষণা দেন।
কমিউনিটির সাধারণ সম্পাদক ফয়েজ কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে কমিউনিটির সভাপতি শহীদ ইসলাম পাপুল বলেন, এই টাকা কুয়েত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সকল সদস্যদের কল্যাণে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিয়ে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের একটি কার্যকরী কমিটি গঠন করার দাবি জানান।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৬/মাহবুব