সংযুক্ত আরব আমিরাতের উত্তর আমিরাত প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতির ২০১৬ বছরের কার্যকরী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার রাতে শারজাহ এশিয়ান প্যালেসের হল রুমে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আরশাদ হোসেন হীরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজান উপজেলার সাংসদ এবিএম ফজলুল করিম।
তিনি বলেন, ‘দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসে চট্টগ্রাম সমিতির মাধ্যমে পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে প্রবাসীদের কল্যাণে কাজ করতে হবে। প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার ওপরও গুরুত্ব দিতে হবে’।
সমিতির কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে সেবা, কল্যাণ প্রতিটি প্রবাসী ও চট্টগ্রামের আনাচে কানাচে পৌঁছে দেয়ার জন্যও তিনি অভিষিক্ত কমিটির প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুবাই কন্সুলেটের ভারপ্রাপ্ত কন্সাল জেনারেন ডক্টর এ কে এম রফিক আহমদ বলেন, ‘চট্টগ্রাম সমিতির মাধ্যমে আমিরাত প্রবাসীদের স্থানীয় আইন কানুনের ওপর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড হাতে নেয়া যেতে পারে’।
তিনি বলেন, ‘আমিরাতে চট্টগ্রামের কোন প্রবাসী মারা গেলে, তার লাশ দেশে পাঠাতে তেমন বেগ পেতে হয় না। কারণ এই সমিতির মাধ্যমে সহজে লাশ দেশে প্রেরণ করা যায়’।
সংগঠনের সাধরণ সম্পাদক মুহাম্মদ ওসমানের পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন, দুবাই কনস্যুলেটের কাউন্সিলর (লেবার) এএসএম জাকির হোসেন, সমিতির উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর, কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল প্রমুখ। পরে চট্টগ্রামের কালজয়ী গান পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পীরা।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব