২৫ জানুয়ারি, ২০১৬ ১৩:৪০

তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ট্যাক্সি চালকরা

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ:

তুষার ঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ট্যাক্সি চালকরা

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে দুদিনের ভয়াবহতম তুষার ঝড়ে তাণ্ডব আরও সপ্তাহখানেক চলবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, ওয়াশিংটন মেট্রো এলাকা, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারলিনা, টেনেসিসহ ২০ অঙ্গরাজ্যে বসবাসরত ৫ লক্ষাধিক বাংলাদেশির সকলেই এখন ব্যস্ত নবউদ্যমে কাজ শুরু করতে। 

তুষার ঝড়ের তাণ্ডবে সবচে' বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভাররা। শুক্রবার রাত থেকে রবিবার পর্যন্ত বেশিরভাগ চালকই ট্যাক্সি নিয়ে কাজে যেতে পারেননি। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১২ হাজার ফ্লাইট বাতিল হওয়ায় এ অঞ্চলের ট্যাক্সি ড্রাইভারদের হতাশার মধ্যে নিপতিত করা হয়েছে। নিউইয়র্ক সিটিতেই কমপক্ষে ২৫ হাজার বাংলাদেশি রয়েছেন যারা এ পেশায় দিনাতিপাত করছেন। তারা টানা ৩দিন বেকার। নিউজার্সি, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন মেট্র এলাকাতেও ৫/৭ হাজার বাংলাদিশি এ পেশায় রয়েছেন। সকলেই আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। 


বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর