বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে কুয়েতে। কুয়েত সিটির গুলশান হোটেলে গত রবিবার রাতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া সংসদ, কুয়েত শাখার উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জাকারিয়া আবেদীনের সভাপতিত্বে ও কুয়েত বিএনপির ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি যুবদল কুয়েত সভাপতি মাহফুজুর রহমান, কুয়েত বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হাসেম এনাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মাইমুনসহ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শাহজাহান সবুজ, মো. ইয়াছিন, ফয়েজ উল্লাহ, মোয়াজ্জেম হোসেন, কামাল হোসেন, শিমুল আহমেদ, আবু ছাইদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যত অত্যাচার করা হোক না কেন বাংলার মাটিতে শহীদ জিয়ার একজন সৈনিকও বেঁচে থাকতে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদের নাম মুছে ফেলা যাবে না। সকল শহীদ জিয়ার সৈনিকদের ঐক্য হওয়ার আহ্বান জানান তারা। সভা শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ মরহুম জিয়াউর রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ রশিদা