বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক ও ইউএই কমিটির আহ্বায়ক আবদুল আলীম সাইফুলের শ্বশুর জেবল হকের রুহের মাগফিরাত কামনায় সংগঠনের আবুধাবী শাখার উদ্যোগে স্থানীয় একটি হোটেলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আবুধাবী সাইবার ইউজার দলের আহ্বায়ক ওবায়দুল হক রোকন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি ও ইউএই বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবদুল ছালাম তালুকদার।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আবুধাবী বিএনপির সভাপতি জাকির হোসেন খতিব। বিশেষ অতিথি ছিলেন ইউএই সাইবার ইউজার দলের আহ্বায়ক আবদুল আলীম সাইফুল। বক্তারা মরহুমের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করে, পরে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান টিটু ও যুগ্ন আহ্বায়ক আবু রাসেলের যৌথ সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুসাফফাহ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম, ইউএই বিএনপির যুগ্ন সম্পাদক আবদুল কুদ্দুস খালেদ, মুসাফফাহ বিএনপির সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন তালুকদার, আবুধাবী শ্রমিক দলের সভাপতি সরওয়ার আলম ভুট্টো, ইউএই সাইবার ইউজার দলের যুগ্ন আহ্বায়ক সাজ্জাদুর সাচ্ছু, মো. ইকবাল হোসেন, মনছুর আলম, সফি আলম ফটিয়া, ইলিয়াস ভূঁইয়া, এনামুল হক মোল্লা, মো. নাসির, কাজী নজরুল ইসলাম, সাহাবুদ্দীন, ইব্রাহীম খলিল, মো. মিলন, নজরুল ইসলাম, ওহিদ হাওলাদার জীবন, মাহবুব প্রমুখ।
আলোচনা সভা শেষে জেবল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হাসেম।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব