পর্তুগালে বসবাসরত নতুন প্রজন্মের বাঙালির কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দেশটির স্থানীয় তাজমহল রেস্টুরেন্টে বাংলাদেশ এসোসিয়েশন অব পর্তুগালের এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহ আলম কাজলের সভাপতিত্বে এবং মামুন হাজারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পর্তুগালের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোশারফ হোসেন কিরণ, নাইম হোসেন জামসেদ, আব্দুল আলিম, কাজল আহমেদ, ফারুক হোসেন, নাজির হোসেন, শরীফুজ্জামান খোকন, তাজুল ইসলাম, মনির হোসেন, মহব্বত হোসেন টিপুসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় ২১শে ফেব্রুয়ারিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা