ডেনমার্ক আওয়ামী লীগের অমর একুশে উদযাপন গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে এক আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এবং শহীদের প্রতি একমিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় মুঠোফোনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি বলেন, যাদের জন্য আমরা মায়ের ভাষা বাংলায় কথা বলছি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। অমর একুশে এর চেতনায় আমরা স্বাধীন সার্বভৌম বংলাদেশের লক্ষ্যের দিকে ধাবিত হয়েছিলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা তাইফুর রহমান ভুইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোয়েব সাইদ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ভুইয়া।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাশ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ লিমন, বোরহান উদ্দিন, হিল্লোল বড়ুয়া প্রমুখ। এছাড়া যুবলীগ ডেনমার্ক ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল ও সাধারণ সম্পাদক আমির জীবন এবং ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নিরুসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা