১৬ মার্চ, ২০১৬ ১০:২৬

নিউইয়র্কে স্বাধীনতা দিবসের প্যারেডে ৬৫ সংগঠন

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ:

নিউইয়র্কে স্বাধীনতা দিবসের প্যারেডে ৬৫ সংগঠন

বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে আগামি ২৬ মার্চ বাংলাদেশের পতাকা নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে ইতোমধ্যে ৬৫টি সংগঠন ও সংস্থা তাদের নাম নিবন্ধন করেছে। স্বাধীনতার এই মহতী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। এর আগে আইনমন্ত্রীর কথা বলা হয়েছিল। 

ইংরেজী বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী সকল সংগঠন এই প্রক্রিয়ায় ঐক্যবদ্ধভাবে নিউইয়র্কে স্বাধীনতা দিবস পালনের এই উদ্যোগ গ্রহণ করেছে। নিউইয়র্কের সকল বাংলা সংবাদ মাধ্যম ও সংগঠনগুলোর সহযোগিতায় মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ আগামি ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পালনের জন্য ৫ বছরের কর্মসূচি নিয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করলে সকলে এই উদ্যোগকে স্বাগত জানায়।  

আগামী ২৬ মার্চ জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হবে। উন্মুক্ত মঞ্চে থাকবে স্বাধীনতার গান। ১.০১ মিনিটে থাকবে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার প্যারেড। এই প্যারেডে ইতিমধ্যে নিউইয়র্ক গভর্ণর অফিস, মেয়র অফিস এবং নিউইয়র্ক সিটি কম্পট্রলার অফিস গর্বিত অংশীদার হিসেবে নিজেদের সম্পৃক্ত করেছেন। আমেরিকার মূলধারার সাথে বাংলাদেশের স্বাধীনতা দিবসের এই গৌরবোজ্জ্বল প্যারেডে থাকবে নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন এফেয়ার্সের কমিশনার নিশা আগরওয়ালসহ আমেরিকার মূলধারার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। 

তালিকাভুক্ত হওয়া সংগঠনের মধ্যে রয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টার, আমেরিকা বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট ইঙ্ক, আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন, বাংলাদেশ হিন্দু মন্দির, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, বাংলা একাডেমী জ্যামাইকা, বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি ইঙ্ক (বিএডিএস), বাংলাদেশ এগ্রিকালচারাল সাইন্টিস্ট ইন আমেরিকা, বাংলা পত্রিকা, বাঙালি বন্ধু সমাজ জ্যামাইকা, বাঙালির চেতনা মঞ্চ, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রক্স, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন, ব্রক্স বাংলাদেশ সোসাইটি, ব্রুট ফোর্স সলুশন ইঙ্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নিউইয়র্ক, ডেমোক্রেট ক্লাব, একুশের চেতনা, গাঙচিল, ইঙ্গ বঙ্গ কমেডি কোয়ার, জালালাবাদ এসোসিশেন নিউইয়র্ক, জ্যাকসন হাইটস বাংলা ক্লাব, কুষ্টিয়া জেলা সমিতি, মিলেনিয়াম টিভি, মুক্তধারা ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা সংসদ ইউএসএ কমান্ড, মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন নিউইয়র্ক, নজরুল একাডেমি, নিউইয়র্ক স্টেট যুবলীগ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, এনটিভি ইউএসএ, ওম শক্তি মন্দির, প্যারেন্টস ক্লাব নিউইয়র্ক, পেশাজীবী সমন্বয় পরিষদ, প্রকৃতি, রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন এনএ, সঙ্গীত পরিষদ নিউইয়র্ক, শেরপুর জেলা সমিতি নিউইয়র্ক, শ্রোতার আসর, সুচিত্রা ফাউন্ডেশন, সুর চান্দা, টিবিএন, টাইম টিভি, উদিচী, ইউএসএ যুবলীগ, ওয়ার্লড হিউম্যান রাইটস্, জাকিগঞ্জ সোসাইটি নিউইয়র্ক, বাফা, তারার আলো, জাসদ ইউএসএ, জাতিয় পার্টি ইউএসএ, ৭১ জেনোসাইড, যুব মহিলা লীগ ইউএসএ, ইউএসএ মহিলা আওয়ামী লীগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ আমেরিকান কালচার সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অফ ব্রক্স, শেখ রাসেল ক্রীড়া সংঘ, সার কারখানা হাই স্কুল এলামনাই এসোসিয়েশন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংসদ, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ, জাতীয় শ্রমিক লীগ ইউএসএ, ফেঞ্চুগঞ্জ এসোসিশেয়ন ইউএসএ, বৃহত্তর সিলেট গণবাদী পরিষদ। 

 

বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর