সুইডেনের রাজধানী স্টকহোম শহরে দীর্ঘ ১৯ বছর পর গত রবিবার সুইডেন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ড. ফরহাদ আলী খানের নাম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করলে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও সুইডেন আওয়ামী লীগের উপদেষ্টারা এর তীব্র প্রতিবাদ করে। ড. ফরহাদ আলী খানকে সভাপতি ঘোষণা করার জন্য জোর দাবি জানায়। পরবর্তীতে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ অন্য কোনো নাম ঘোষণা করা থেকে বিরত থাকে। সম্মেলন কক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে সুইডিশ পুলিশ ও কর্মীবেষ্টিত হয়ে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোনো সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন স্থান ত্যাগ করে।
সুইডেন আওয়ামী লীগের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের পরিচালনায় অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন খেতু মিয়া, ওবায়দুল হক দেলওয়ার হোসেন, মাসুদ খান ও আখতারুজ্জামান।
এছাড়া সম্মেলনে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, নরওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কাল , গ্রীস আওয়ামী লীগের রায়হান খান, বাবুল হাওয়ালাদার, স্পেন আওয়ামী লীগের রিজভী আলম, জাকির হোসেন ও পোল্যান্ড আওয়ামী লীগের মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা