প্রধানমন্ত্রী শেখ হাসিনা "প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন " ও "এজেন্ট অব চেঞ্জ " এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় " ICT Award For Development " অর্জন করায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ আনন্দ উৎসব উদযাপন করেছে। লন্ডনের ব্লু মুন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি বলেন, দেশ, উপমহাদেশ এবং এশিয়ার সীমানা পেরিয়ে জাতির জনকের কন্যা শেখ হাসিনা আজ বিশ্বজয়ী নন্দিত নেত্রী। একের পর এক পুরস্কারপ্রাপ্তি শেখ হাসিনার অনন্য কীর্তির স্বীকৃতি। আগামী দিনে ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শের ও শেখ হাসিনার বিশ্বস্ত সকল সৈনিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য পুত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনন্য ভূমিকা রাখার জন্য পুরস্কার অর্জন করেছেন আন্তর্জাতিক সংস্থা থেকে।
বিশেষ অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ -সভাপতি আবুল হাশেম বলেন, ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় এম এ গনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফিক উল্লাহ, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের আখতার হোসেন আতা, বেলজিয়াম আওয়ামী লীগের শহিদুল হক, পর্তুগালের মহসিন হাবিব ভূঁইয়া, স্পেনের এস আই রবিন, রিজভী আলম, জাকির হোসেন, ডেনমার্কের জাহাঙ্গীর আলম, ইতালির রায়হান হাবিব, সুইডেনের আরেফ মাহবুব, বেলজিয়ামের এম মোর্শেদ প্রমুখ। ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ