বাণিজ্যমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহম্মেদকে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালি আওয়ামী লীগ। গতকাল রবিবার সন্ধ্যায় মন্ত্রী বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মন্ত্রী তোফায়েল আহম্মেদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আ. সোবহান শিদকার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মেদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবীব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজী, নজরুল ইসলাম মাঝি, জসিম উদ্দিন, আ. রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসূল কিটন, এম এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন বাবুল, সরদার লুৎফর রহমান, জামান মোক্তার, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকছী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মনির ফরাজী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমীন আক্তার রোজী, সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক খাদ্য সংস্থা (এফএও) সেমিনারে অংশগ্রহণ করতে তিনদিনের সফরে ইতালি আসছেন। আজ তরপিনাত্তারায় ৬নং কমুনেহল রুমে মন্ত্রীকে ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ আফরোজ