প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়'র পুরস্কার প্রাপ্তি ও শেখ হাসিনার ৭০ তম জন্মদিন উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব এম , এ , গনি।
সুইজারল্যান্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে এবং রহমান খলিলুরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডঃ বিদ্যুৎ বড়ুয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জমাদ্দার নজরুল ইসলাম, মোজাম্মেল জুয়েল, আশরাফুল আলম লিটন, আমজাদ চৌধুরী, ইমরান খান মুরাদ, আবুল খায়ের মনির, কাজী আসাদুজ্জামান মনির, শ্যামল খান, মাসুম খান, নূর আহম্মেদ হীরন, বাবুল মিয়া, অরুণ বড়ুয়া প্রমূখ।
বিডি-প্রতিদিন/ ০৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন