হিন্দি, শিংহলিজ, মালায়ালাম, উর্দু, পাঞ্জাবী, ইংলিশসহ বিভিন্ন ভাষায় নির্মিত ১৪টি ছবির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে বাংলা ভাষার ছবি 'মাটির প্রজার দেশে'। সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর এবার শিকাগো সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়বে বিজন পরিচালিত বাংলাদেশের একমাত্র ছবি 'মাটির প্রজার দেশে'।
আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্রের গুণী পরিচালকদের পাশে দাঁড়িয়ে সেই লড়াইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিজন। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আজ থেকে শুরু হচ্ছে এই উৎসব, চলবে ১০ অক্টোবর পর্যন্ত।এটি শিকাগো সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম আসর।
জি সিনেমা পরিবেশিত এবারের উৎসবে মোট ১৫টি ছবি প্রতিযোগিতা বিভাগে লড়বে। উল্লেখযোগ্য ছবিগুলো হলো: 'মাসান', 'আলিগর', 'আইল্যান্ড সিটি', 'দি টাইগার হান্টার', 'কাশ', 'ওয়েটিং', 'বুদ্ধিয়া সিং: বর্ণ টু রান', 'মাটির প্রজার দেশে' ইত্যাদি। ৯ অক্টোবর উৎসবে প্রদর্শিত হবে 'মাটির প্রজার দেশে'। এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মাহমুদুর অনিন্দ্য, শিউলি আক্তার, মনির আহমেদ শাকিল, চিন্ময়ী গুপ্তা, জয়ন্ত চট্টোপাধ্যায় ও রোকেয়া প্রাচী।
পরিচালক বিজন জানিয়েছেন, আসছে জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠেয় ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ ছবিটি প্রথমবারের মত বাংলাদেশের দর্শকরা দেখতে পাবেন বলে আশা করছি। পরবর্তীতে সিনেমা হলেও মুক্তি দেয়া হবে 'মাটির প্রজার দেশে'। গুপী বাঘা প্রডাকশনস প্রযোজিত বিজনের প্রথম ছবি 'মাটির প্রজার দেশে'।
বিডি-প্রতিদিন/ ০৫ অক্টোবর, ২০১৬/ আফরোজ