কুয়েতে কলেজ ছাত্রী খাদিজার উপর ঘাতক বদরুল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ছয় অক্টোবর বৃহস্পতিবার শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত'র উদ্যোগে জিলিব ফজর আল জাদিদ স্কুল মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানব-বন্ধনে সরকারের কাছে দ্রুত বিচার ট্রাইবুন্যালের মাধ্যমে সন্ত্রাসীর বিচার করার দাবী জানানো হয়। তারা দাবি করে বলেন এম দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার যা দেখে আর কোন সন্ত্রাসী এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।
মানববন্ধনে অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, সংগঠনের প্রধান আহবায়ক সুলাইমান আহমেদ, সাবেক সভাপতি ওলিদ মোঃ সেনু, সাবেক সাধারন সম্পাদক এস এম সুমন, যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, সদস্য সচিব তাজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ খসরু, আরও উপস্তিত ছিলেন তাজ উদ্দিন, আঃ রাজ্জাক, আব্দু্ল হাকিম, মনোহর মিয়া, ফারুক আহমদ, মোঃ আনিছ, মামুন চৌধুরী, শহিদুল ইসলাম পলাশ, আব্দুল মুকিদ খান, আনসার মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৬/তাফসীর