“আপনাদের কথা মানেই আমাদের কথা” এই স্লোগানকে ধারণ করে ফ্রান্সে আরও একটি অনলাইন পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
গত ৫ ফেব্রুয়ারি রবিবার এ উপলক্ষে প্যারিসের গার্দু নর্দ এর একটি অভিজাত হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সের রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক- সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হযরত আলি খান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলাদেশ এ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ এনু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, ইয়ত ক্লাব সাধারণ সম্পাদক টি এম রেজা, ফ্রান্স বিএনপির যুগ্ম সম্পাদক জুনেদ আহমেদ, প্যারিস বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম খান, ইতালী (মিলান ) প্রেসক্লাবের সভাপতি শাওন আহমেদ, ঢাকা বিভাগ এসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু, সাধারণ সম্পাদক মিজান চৌধুরী,বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য, স্বরলিপি শিল্পী গোষ্ঠির সভাপতি এমদাদুল হক স্বপন, শাহজাহান মোহাম্মদ, জসিম উদ্দিন ফারুখ, শাহিন আরমান চৌধুরী প্রমুখ।