সৌদি আরবের জেদ্দা বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেককে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০মিনিটে প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় সফরে জেদ্দা বিমানবন্দেরে গিয়ে পৌঁছেন। এসময় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল নজরুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেদ্দা বিমানবন্দেরে পৌঁছে প্রতিমন্ত্রী জানান, জেদ্দায় তাঁর এই রাষ্ট্রীয় সফরে সৌদি সরকারের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও তিনি মতবিনিময় সভায় মিলিত হবেন। এছাড়াও তিনি মক্কায় পবিত্র উমরাহ পালন এবং মদিনায় হযরত মোহাম্মদ (সঃ) এর রওজা জিয়ারত করবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার