পবিত্র হজ এবং উমরাহ পালনের জন্য সৌদি আরবে আসা বাংলাদেশিদের জন্য মক্কায় যাত্রা শুরু করলো বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট 'বারাকাত আল রাঈদ রেস্টুরেন্ট'।
মক্কায় বাংলাদেশিদের প্রাণকেন্দ্র কাকিয়া বাণিজ্যিক এলাকায় প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্।
এসময় তিনি বলেন, মক্কার মত জায়গায় এই রকম একটি উন্নতমানের বাংলাদেশি রেস্টুরেন্ট হওয়ায় আমি আনন্দিত। আমি প্রত্যাশা করি মক্কার অন্যান্য ব্যাবসায়ীরাও এই রকম উন্নত মানের রেস্টুরেন্ট চালু করবেন। তাহলে হজ ও উমরায় আসায় বাংলাদেশিদের দেশীয় খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা করা যাবে।
রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়ার পরিচালনায় আলোচনা সভায় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু ইউসুফ, পিএইচপি কুরআনের আলো-২০১৬ এর চ্যাম্পিয়ান হাফিজ মুহাইমিনুল ইসলাম, অন্ধ হাফিজ কলিম সিদ্দিকীসহ বাংলাদেশ এবং সৌদি আরবের কয়েকজন বিশিষ্ট নাগরিকবৃন্দ।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম