একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত গত শুক্রবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া। এছাড়া যুবলীগ সভাপতি আমির জীবন, ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউসুফ, ফাহমিদ আল মাহিদ, আবুল্লা আল জাহিদ, আসাদুসজ্জামান, রেজাউল করিম, শোয়েব আহমেদ, রিয়াদ হোসেন, ফয়সাল হোসেন, জামশেদ রহমান, ইমরান হোসেন, সুবীর, শাওন, কোহিনূর মুকুল, সাগর, তানভীর শুভ, সুকান্ত দে, আসিফ মুস্তারিনসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব