আমেরিকা যুক্তরাষ্ট্রের পাঠ্যসূচিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজনসহ আন্তর্জাতিক মহলকে একাত্তরের ঘাতকদের চলমান বিচার সম্পর্কে আরও স্পষ্ট ধারণা প্রদানের সংকল্প ব্যক্ত করেছে 'সেক্টর্স কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১' এর যুক্তরাষ্ট্র শাখা।
চলতি বছরের ৩০ মার্চ নবগঠিত এই ফোরামের যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে আরও জানানো হয়, জামায়াত-শিবির ও মুক্তিযুদ্ধবিরোধীরা এখনও অপতৎপরতায় লিপ্ত। এদের সম্পর্কে এই ফোরাম সোচ্চার থাকবে।
৩০ মার্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয়া হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশী অধ্যুষিত সিটিসমূহের পাবলিক স্কুলের পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযোজনের জন্যে বাংলাদেশি শিক্ষক এবং সিটি ও অঙ্গরাজ্য প্রশাসনের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক রাশেদ আহমেদ কর্তৃক লিখিত বক্তব্য উপস্থাপনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুগ্ম আহবায়ক লাবলু আনসার এবং সদস্য সচিব রেজাউল বারী। এ সময় আহবায়ক কমিটির সদস্য হারুন ভুইয়া, নূরল আমিন বাবু উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৭/ফারজানা