বেলজিয়াম বিএনপি'র সাজা -বাবুর কমিঠির কার্যক্রমের উপর অনাস্থা এনেছে দলটির বৃহৎ একটি অংশ। গতকাল বেলজিয়ামের ডায়মন্ড সিটি এন্টারপ্যানে তারা এ প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভার শুরুতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
বেলজিয়াম বিএনপি'র প্রবীণ ব্যক্তিত্ব আমজাদ আলী তসু মিয়ার সভাপতিত্বে ও সোহাগ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন মুন্ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মস্তফা আমিরুল ইসলাম। এর সময় বক্তব্য রাখেন ফারুক আহমদ রানা, আহমদ সাহাজান,সানোয়ার হোসেন,ইমাম রবি,মোল্লা নাসিম, খান শহিদুল ইসলাম,আমির হোসেন,নাসির হোসেন,দিদার আহমদ,জাহিদুল ইসলাম,দোলন হোসাইন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বেলজিয়াম বিএনপি'র একাংশ আওয়ামী লীগের দালাল আর তাদের অর্থের টাকায় চলছে। যে দলের সাথে সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন ও সিনিয়র সহসভাপতি ইব্রাহীম খলিলের মতো লোক নেই সেখানে আওয়ামী লীগের কাউয়া শোভা পাচ্ছে। সেখানে তারা যুক্ত হতে পারেন না। তাই তারা সাজা ও বাবু পরিচালিত বিএনপিকে প্রত্যাখ্যান করেন।
তারা অভিযোগ করেন, দলের সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন টাকার বিনিময় বেলজিয়ামে আওয়ামী জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করার পায়তারা চালাচ্ছে। যদি এক মাসের মধ্যে বেলজিয়াম বিএনপি থেকে আওয়ামী লীগ না তাড়ানো হয়, তাহলে সাজা -বাবুর পাশাপাশি আনোয়ার হোসেন খোকনকে বেলজিয়ামে অবাঞ্ছিত করা হবে।
তারা বলেন, সাইদুর রহমান লিটনের নেতৃত্বে বেলজিয়াম বিএনপি তারা প্রতিষ্ঠিত করবে। এবং বিএনপি'র ভিতর লুকিয়ে থাকা আওয়ামী লীগের দালালদের বেলজিয়াম বিএনপি'র রাজনীতি থেকে প্রতিহত করবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ