ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গত ২৮শে মার্চ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ঐতিহ্যবাহী ফেয়ারমন্ট শ্যাতো লরিয়ার হোটেলের এডাম হলে এক আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পার্লামেন্টারী সেক্রেটারী, জেনারেল এন্ড্রু লেসলি এমপি। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান, তাঁর সহধর্মিনী মিসেস নিশাত রহমান ও দূতাবাসের মিনিস্টার নাইম উদ্দিন আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে কানাডার সংসদ সদস্য ও সিনেটরগণ, গ্লোবাল এ্যাফেয়ার্স ডিপার্টমেন্টসহ (পররাষ্ট্র মন্ত্রণালয়) বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ, অটোয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বাংলাদেশী বংশোদ্ভুত বিশিষ্ট কানাডীয় নাগরিকসহ আরো অনেকে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পার্লামেন্টারী সেক্রেটারী এন্ড্রু লেসলি এমপি এম.পি. বলেন, কানাডার কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। দু'দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ক্রমবর্ধিঞ্চু। এমন প্রেক্ষাপটে গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সফরের মাধ্যমে দু'দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল