ইতালিতে আওয়ামী লীগের কাতানিয়া শাখা বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে। কাতানিয়া সিজিএল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী তার বক্তব্য বলেন, ক্ষুদা, দারিদ্র্য, জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইতালি আওয়ামী লীগ তার অবস্থান থেকে কাজ চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি আও বলেন, আগামী নির্বাচনে নিজ দায়িত্বে দলের পক্ষে দেশে গিয়ে কাজ করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
প্রধান বক্তা ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল তার বক্তব্য বলেন, ইউরোপের মধ্যে কাতানিয়া আওয়ামী লীগ যে অভিষেক করল তা স্মরণীয় হয়ে থাকবে। কাতানিয়া আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে ইতালি আওয়ামী লীগের সাথে কাজ করবে। শিগগরিই কাতানিয়া আওয়ামী লীগের নেতৃত্বে দূতাবাস কনসুল্যার সার্ভিস দেওয়ার ব্যবস্থ হবে।
কাতানিয়া আওয়ামী লীগের সভাপতি মোল্লা সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহম্মদ ঢালী, হাবীব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, আ. রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন বাবুল, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসী, সদস্য মহি উদ্দিন তফাতর, মোহাম্মদ আলী। এ সময় বক্তব্য আরও রাখেন কাতানিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নওয়াভ সৌজন্যসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৭/মাহবুব