আইনের শাসন ও ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ শনিবার দুপুরে সৌদি আরব পুর্বাঞ্চল বিএনপি আয়োজিত মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা জানান তিনি।
দুলু বলেন, 'বাংলাদেশ এখন মারাত্মক একটি সংকট ও খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য সারা পৃথিবীর বিভিন্ন বন্ধু রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে বার বার চাপ দেয়া হয়েছে। তারপরেও একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারেনি সরকার। এছাড়া সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য বলা হলেও সেদিকে কর্ণপাত করেনি।'
প্রবাসীদের রেমিটেন্সে দেশ চলে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, আমি বিশ্বাস করি আমরা দেশে থেকে, দেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে যতটা দেশকে ভালোবাসি আপনারা প্রবাস থেকে তার চাইতেও বেশি দেশকে ভালোবাসেন।
এসময় পুর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ইমরানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পবিত্র উমরাহ পালনের জন্য স্বস্ত্রীক সৌদি আরবে অবস্থান করছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পবিত্র উমরাহ ও মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করে আগামী ৫ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম