সারা বিশ্বের মতো কুয়েতেও গণহত্যা দিবস পালন করেছে প্রবাসীরা। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বৃহস্পতিবার দুপরে দূতাবাসের মাল্টিপারপাস হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালামের সভাপতিত্বে এবং কাউন্সিলর আনিসুজ্জামানের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর বঙ্গবন্ধুসহ ২৫ মার্চ কাল রাতে ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। বাণী পাঠ শেষে প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য দেন।
রাষ্ট্রদূত এসএম আবুল কালাম বলেন, বাঙালি জাতিসত্তাকে সুপরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করতে ২৫ মার্চের কাল রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ভাষায় প্রকাশের নয়। এই দিনটির সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যে আত্মত্যাগ করেছেন বাংলার বীর সেনারা তাদের প্রতি শ্রদ্ধা সম্মান ধরে রাখা সকলের নৈতিক দায়িত্ব।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা