স্পেনের মাদ্রিদে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে মহান স্বাধীনতা পালন করেছে বাংলাদেশ দূতাবাস। গত ২৯ মার্চ ইন্টার কন্টিনেন্টাল হোটেল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবছরের মতো এবারো এশিয়া, আফ্রিকা, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের প্রায় অর্ধ শতাধিক দেশের মিশনের কূটনীতিকদের সম্মানে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভারত, পাকিস্তান, বুলগেরিয়া, আলজেরিয়া, কেনিয়া, উত্তর কোরিয়া, ইরান, ইরাক, সিরিয়া, কাজাকিস্তান, ওমান, রাশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতবৃন্দ অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন উত্তর আমেরিকা অ্যান্ড দ্যা প্যাসেফিক ডাইরেক্টর জেনারেল ফিদেল সেন্দাগরতা।
অনুষ্ঠানে সকল অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, দূতাবাসের মিনিস্টার ও হেড অব চ্যান্সারি এম হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সেলর নাভিদ শফিউল্লাহ ও প্রথম সচিব (শ্রম) মো. শরিফুল ইসলাম।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অতিথিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন রাষ্ট্রদূত। এসময় তিনি বাংলাদেশ-স্পেনের সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী জোরদার করার প্রতিও অঙ্গীকার ব্যক্ত করেন। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণায় সকল রাষ্ট্রকে আন্তরিক সমর্থন দেয়ারও অনুরোধ জানান তিনি।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে উপস্তিত ছিলেন ভাষা সৈনিক চাকলাদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সহ-সভাপতি আশফাকুল হক, সাধারণ সম্পাদক কাম্রুজ্জামান সুন্দর, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, জাকির হুসেন, এ কে এম জহিরুল ইসলা্ম, আব্দুল গফুর ফরিদ, আব্দুল কাইউম সেলিম, রিজভি আলম, দবির তালুকদার, ইব্রাহিম খলিল, কাম্রুজ্জামান মাসুম, আজম খান, আব্দুল মালেক, ইসলাম উদ্দিন, আবুল কাশেম, আবুল হুসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা