সুইডেন আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার স্টকহোম শহরে অনুষ্ঠিত হয়েছে। আহবায়ক খেতু মিয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আব্দুস সাত্তার। প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।
বিশেষ অতিথি ছিলেন সুইডেন পার্লামেন্টের মিলিও পার্টির সংসদ সদস্য টিম নিলসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন, নরওয়ে আওয়ামী লীগ এর সভাপতি রুহুল আমিন মজুমদার, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ , হল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া , ফিনল্যাণ্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, গ্রীস আওয়ামী লীগ এর সদস্য সচিব মিজানুর রহমান।
ড. বিপ্লব শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। এর পরে জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদের স্মরণে নীরবতা পালন করা হয়। বিদায়ী আহবায়ক কমিটির সদস্য সচিব লাভলু মনোয়ার সাংগঠনিক রিপোর্ট পেশ করার পর বক্তব্য দেন সুইডেন ছাত্রলীগের সভাপতি পলাশ দাশ, সুইডেন যুবলীগের সাধারণ সম্পাদক জুবাইদুল হক সবুজ, স্পেন আওয়ামী লীগের রিজভী আলম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের শ্যামল খান, সুইডেনের নাজমুল খান।
নির্বাচন পরিচালনা পরিষদের আখতারুজ্জামান, গুলজার মিয়া ও খলিলুর রহমান সুইডেন আওয়ামী লীগ এর নেতৃত্ব নির্ধারণে সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম প্রস্তাব আহবান করেন। সভাপতি পদে মঞ্জুরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে লাভলু মনোয়ার এর নাম ছাড়া অন্য কোন নাম প্রস্তাব না হওয়ায় নির্বাচন কমিশন দু'জনকে বিজয়ী ঘোষণা করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুইডেন আওয়ামী লীগের আব্দুল মান্নান, মাসুদ খান, আরেফ মাহবুব ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান কাজী মিরাজ, সফিকুল আলম লিটন, শাহীন খান, হেদায়েতুল ইসলাম শেলী, রিফুজ আহমেদ, বেলজিয়াম আওয়ামী লীগ সোহেল খান, হুমায়ুন মাকসুদ খান, আখতার হোসেন, নরওয়ে আওয়ামী লীগ মোস্তাফিজুর রহমান, আহমেদ রুবায়েত শরীফ, ফিনল্যান্ডের শাখাওয়াত হোসেন, স্পেনের জাকির হোসেন, দুলালসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা