মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।
সম্প্রতি রিয়াদের আল মারজান হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবু সাঈদ।
প্রসাফ’র সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদ সেলিম উদ্দিন দিদার, বিশিষ্ট ব্যবসায়ী নাসির মোহাম্মদ খান, শহীদুল ইসলাম, জিয়াউর রহমান, গোলাম মোস্তফা, এনামুল হক ভুইয়া, রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে রিয়াদ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম