জার্মান আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। জঙ্গী মুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পাশে থাকার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
শনিবার জার্মানির বাণিজ্যিক নগরী ফ্রাঙ্কফুর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের এবং ১৫ই আগস্টে সপরিবারে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা পর্ব। জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা জাহিদ ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আমিনুর রহমান খসরু এবং উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
এ সময় দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে আরও মজবুত করতে শুধু নেতৃত্ব কিংবা পদের জন্যে নয়, বরং আদর্শ কর্মী হয়ে দলের সদস্যদের সকল প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান সবুজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরে হাসনাত সিপন, জিল্লুর রহমান, ইউনুস আলী খান, অধ্যাপক হারুনুর রশীদ, মঞ্জুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও আশুতোষ বনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইমরান খান, নজরুল ইসলাম খালেদ ও রেজাউল করিম শহীদ, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম তালুকদার, আব্বাস আলী চৌধুরী, ফরিদ উদ্দিন শিহাব, সাংগঠনিক সম্পাদক ইমরান ভুঁইয়া, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা জামশেদ আলম রানা, জার্মান যুবলীগের আহ্বায়ক আমানউল্লাহ ইসলাম, জার্মান ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম উল্লাহ, এন আর ডাব্লিউ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সভাপতি মাহমুদ রাসেল ও সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান, যুবলীগ নেতা জাহিদ হোসেন বিপ্লব, জার্মান যুবলীগের সদস্য-সচিব মনিবুর রহমান সম্রাট, এন আর ডাব্লিউ যুবলীগের সভাপতি বি এম দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন। এছাড়া টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম, এ, গনি।
অনুষ্ঠানের ২য় পর্বে জার্মান আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেকের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উদ্দীপনামূলক দেশের গান পরিবেশন করেন ইউরোপের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল মুনিম এবং শুভময় ভট্টাচার্য।নৃত্য পরিবেশন করেন কলকাতার নৃত্য শিল্পী শাওনি পাল। বৃন্ত কবিতা আবৃত্তি করেন কবি ও আঁকিয়ে মীর জাবেদা ইয়াসমিন ইমি এবং কবি হোসাইন আব্দুল হাই।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০