পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল শুক্রবার ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুয়েত শাখা।
কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাইজ উদ্দিন তাজু। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাদেক হোসেন। এছাড়াও ছিলেন বিশেষ অতিথি আওয়ামী লীগ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরশেদ আলম ভূঁইয়া, আক্তারুজ্জামান রুবেল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন আলা, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক ও সালমিয়া শাখা আওয়ামী যুবলীগের উপদেষ্টা খলিলুর রহমান তপন, ফেনী সমিতির আহবায়ক মোশাররফ হোসেন রিপন, আনোয়ার, যুবলীগ সিনিয়ার সহ-সভাপতি মনির হোসেন, রনি সিকদার, যুগ্ম সম্পাদক মনির হোসেন সোহাগ, সুমন সিকদার, আক্তার হোসেন, নূরুল ইসলাম, সোলেমান, আলতাব হোসেন, আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
ইফতার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত হাফেজ মাওলানা আবুবকর আরিফ দোয়া পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/১৭ জুন, ২০১৭/ফারজানা