বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতে বসবাসের মেয়াদ আগামী একবছরের জন্য বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার তার ভিসার বাড়ানোর মেয়াদ বৃদ্ধি সম্পর্কিত বিষয়টিতে অনুমোদন দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী ২২ জুলাই মধ্যরাতে তসলিমা নাসরিনের ভারতে থাকার এক বছরের মেয়াদ রেসিডেন্স পারমিট (আরপি) শেষ হয়ে যাবে। এরপর ২৩ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য এই ভিসার মেয়াদ বৃদ্ধি কার্যকর করা হবে।
সুইডেনের নাগরিকত্ব পাওয়া তসলিমা নাসরিন ২০০৪ সাল থেকে ভারতে বসবাস করছেন। সুইডিশ পাসপোর্টের ওপর ভিত্তি করেই প্রতি বছর তার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিডি প্রতিদিন/২০ জুন, ২০১৭/ফারজানা